রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতা পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তারা পরীক্ষা দিতে গেলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানান। পরে তাদের প্রক্টর দপ্তরের মাধ্যমে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক হওয়া দুজন হলেন সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং আইবিএ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আইবিএ অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত রায়হান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন যে সৈকত রায়হান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালান, আর আলফি শাহরিন আন্দোলনরত মেয়ে শিক্ষার্থীদের তালিকা করে হুমকি দিতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “পুলিশ গতকাল দুজনকে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানি, প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে।”
মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক জানান, “দুজনকে থানায় আনা হয়েছে। একজনের নামে মামলা আছে, আরেকজনের মামলার বিষয়ে তদন্ত চলছে।”
উল্লেখ্য, সৈকত রায়হান রাবি শাখা ছাত্রদল নেতা আহসান হাবিবের করা মামলার এজাহারভুক্ত আসামি।