দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৪

এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৬ জনের প্রাণহানি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ক্রমশ বেড়েই চলেছে। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা সমানতালে বাড়ছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপও বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার পর্যন্ত) ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬,৫৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এই বছর এখন পর্যন্ত মোট ৪৭,৪৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৪৩,৪১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ডেঙ্গুতে মোট ২৩৭ জনের মৃত্যু হয়েছে।

 

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর শুধুমাত্র মৌসুমি রোগ নয়, এটি সারা বছরব্যাপী দেখা দিচ্ছে, বিশেষ করে বর্ষাকালে এর প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সিটি করপোরেশনের প্রতিটি এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা জরুরি।

 

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু জরিমানা এবং জনসচেতনতা বাড়ানো যথেষ্ট নয়। দক্ষ জনবল দিয়ে সঠিকভাবে জরিপ পরিচালনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ছিল, যেখানে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট