দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪১

কুককে ছাড়িয়ে গেলেন রুট, লর্ডসে ইংল্যান্ডের জয় নিশ্চিত হচ্ছে

জো রুটের ব্যাটে আরও একটি সেঞ্চুরি

বিরাট কোহলি, কেইন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ—এই সমকালীন টেস্ট গ্রেটদের তালিকায় জো রুটও আছেন। কিন্তু অন্য তিনজনের মতো রুটেরও টেস্টে জোড়া সেঞ্চুরি ছিল না। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের তৃতীয় দিনে সেই অভাব পূরণ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

প্রথম ইনিংসে ১৪৩ রান করার পর, রুট দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। এই জোড়া সেঞ্চুরির মাধ্যমে তিনি অ্যালিস্টার কুককে ছাপিয়ে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ৩৪টি সেঞ্চুরির মালিক হয়ে গেছেন।

রুটের রেকর্ডের দিনে ইংল্যান্ড লর্ডসে জয়ী হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে ৪৮৩ রানের লক্ষ্য দেওয়ার পর, তারা ২০ ওভারে ৫৩ রানে দুই উইকেট হারিয়েছে। আগামীকাল চতুর্থ দিনে শ্রীলঙ্কার জয়ের জন্য ৪৩০ রান প্রয়োজন এবং ইংল্যান্ডের দরকার ৮ উইকেট।

দ্বিতীয় দিনে ইংল্যান্ড ১ উইকেটে ২৫ রান তুলে লিড ২৫৬ রান করে রেখেছিল। আজ তৃতীয় দিনে ইংল্যান্ড ৪৮ ওভার ব্যাট করে ২৫১ রান সংগ্রহ করেছে। এর মধ্যে রুটের একক অবদান ছিল ১২১ বলে ১০৩ রান।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আড়াইশো রান করে শ্রীলঙ্কার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৮৩ রান। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কা ২০ ওভারে ২ উইকেটে ৫৩ রান করেছে। উইকেটে আছেন দিমুথ করুনারত্নে ও প্রবাত জয়াসুরিয়া।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)                                                                                                                                  ইংল্যান্ড: ৪২৭ ও ২৫১ (রুট ১০৩, ব্রুক ৩৭, স্মিথ ২৬, ডাকেট ২৪; আসিতা ৩/৫২, লাহিরু ৩/৫৩)।
শ্রীলঙ্কা: ১৯৬ ও ৫৩/২ (করুনারত্নে ২৩*, নিশাঙ্কা ১৪, মাদুশকা ১৩; স্টোন ১/১, অ্যাটকিনসন ১/১৫)।
* জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ৪৩০ রান, ইংল্যান্ডের ৮ উইকেট।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট