দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৯:৩১

ফের সালমানকে হুমকি! চিন্তায় ছবির নির্মাতারা

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির খুন হওয়ার পর থেকেই সালমান খানের নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। বিগত সময়ে বিভিন্ন হুমকি পাচ্ছেন বলিউডের এই তারকা, যা তার ঘনিষ্ঠদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এদিকে, বৃহস্পতিবার মুম্বাই পুলিশ তদন্তের চার্জশিটে একাধিক তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, গ্যাংস্টারলরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্যরা গুজব ছড়াচ্ছে যে সালমানের আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিং সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে, নিরাপত্তা নিশ্চিত করতে সালমানকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করেছে মহারাষ্ট্র সরকার।

 

১২ অক্টোবর মুম্বাইয়ে বাবা সিদ্দিকির খুন হওয়ার সময় সালমান ‘সিকান্দার’ ছবির শুটিং করছিলেন। ঘটনাটি জানার পর তিনি শুটিং ফ্লোর থেকে সরাসরি হাসপাতালে চলে যান এবং পরের দিন সিদ্দিকির শেষকৃত্যে অংশগ্রহণ করেন।

 

শোনা যাচ্ছে, নিরাপত্তার কারণে সালমানের ছবির শুটিংয়ের তারিখ ও সময় বাতিল করা হয়েছে, তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে সালমানের সঙ্গে সব সময়ই নিরাপত্তারক্ষীরা থাকেন। সিদ্দিকির খুন হওয়ার পর সেই দলে আরও আট-দশজন কর্মী যুক্ত হয়েছেন। শুটিং ফ্লোরে সালমান উপস্থিত হওয়ার আগেই সুরক্ষা দল পৌঁছে যায় এবং পুরো জায়গাটি খতিয়ে দেখে।

 

বর্তমানে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরেও ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন রয়েছে এবং বাড়ির সামনে গার্ড রেল স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে।

 

সূত্রের দাবি, সালমানের নিরাপত্তার কারণে ছবির শুটিং কিছুদিন পিছিয়ে যেতে পারে, কিন্তু এ অর্থে শুটিং বন্ধ হবে না। নির্মাতারা ডিসেম্বর নাগাদ ছবির শুটিং শেষ করতে চেয়েছিলেন, তবে বর্তমান পরিস্থিতির কারণে সম্ভবত জানুয়ারিতে তা শেষ হবে। এআর মুরুগাদস পরিচালিত ‘সিকান্দার’ আগামী বছরের মার্চে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের