দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৯:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়েছে, ফলে শূন্য আসনের সংখ্যা বেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে বেশ কিছু আসন শূন্য রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এসব আসনে বিশেষ মাইগ্রেশনের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, এরপর শূন্য আসন পূরণের জন্য চূড়ান্ত মনোনয়ন করা হবে।

 

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিটের কিছু বিভাগে নির্দিষ্টসংখ্যক খালি আসন পূরণের লক্ষ্যে বিশেষ মাইগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের (যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন) ২০ অক্টোবর বিকেল ৪টা থেকে ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। দুই ইউনিটের বিভাগভিত্তিক শূন্য আসনের সংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

আগের মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হয় ১৫ অক্টোবর। ১৭ অক্টোবর ফলাফল প্রকাশের কথা ছিল, তবে শেষ সময়ে কয়েকটি বিভাগের শূন্য আসন তালিকায় যুক্ত হওয়ায় বিশেষ মাইগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের