দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ২০:৫৮

লুকিয়ে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান ওমর সানীর

শেখ হাসিনা সরকারের পতনের পর শোবিজের অনেক শিল্পী আত্মগোপনে আছেন। এ অবস্থার প্রেক্ষিতে প্রকাশ্যে আসার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, “তোমাদের যে অপরাধ, তাতে ফাঁসি হবে, তা মনে হয় না। তাই প্রকাশ্যে আসা উচিত।”ওমর সানী বলেন, “আমি আজ কথা বলবো আমার ফিল্ম ও সংগীত শিল্পীদের নিয়ে। যারা সরকার পতনের পর লুকিয়ে আছো, তাদের উদ্দেশ্যে এই কথা। তোমাদের পালিয়ে থাকার দরকার নেই। তুমি যদি দলের সঙ্গে জড়িত থাকো, তাহলে মাঝে মাঝে কিছু সমস্যা হয়েছিল, সেটাই তো। কিন্তু মার্ডার তো করেনি, হাজার কোটি টাকা লুণ্ঠনও করছেনা। তাই পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলাই উচিত।”

 

তিনি আরও বলেন, “কিছু মানুষ গালিগালাজ করবে, সেটাও সহ্য করতে হবে। তবে তোমাদের ভুলগুলো, দোষগুলো স্বীকার করতে হবে। পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে বলো, ‘আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি।’ অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে হবে। কিন্তু মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। কাপুরুষেরা পালিয়ে থাকে; শিল্পীরা কেন পালিয়ে থাকবে?”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের