দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৩৯

সিঙ্গাপুরে নানইয়াং বৃত্তি : ৩০০ শব্দে ব্যক্তিগত বিবৃতি, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীরা পাবেন অগ্রাধিকার

সিঙ্গাপুরে বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তি প্রদান করা হয়, যার মধ্যে অন্যতম হলো নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপ। ২০২৫ সালের জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া চলছে, এবং বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU) সিঙ্গাপুরের একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিয়মিতভাবে শীর্ষ ২৫–৩০ অবস্থানে থাকে।

 

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর, ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। **সুবিধাগুলোর মধ্যে রয়েছে:**

– সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

– জীবনযাপন ভাতা হিসেবে বছরে ৬,৫০০ সিঙ্গাপুর ডলার।

– বাসস্থান ভাতা হিসেবে ২,০০০ সিঙ্গাপুর ডলার।

– অন্যান্য সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

 

**আবেদনের যোগ্যতা:**

– প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।

– সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

– নেতৃত্বের ক্ষমতা ও গুণাবলি থাকা জরুরি।

– ৩০০ শব্দের মধ্যে ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে।

– রিকমেন্ডেশন লেটার প্রয়োজন।

 

**সাক্ষাৎকার:**

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। সাক্ষাৎকার ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

 

**আবেদন পদ্ধতি:**

আগ্রহী প্রার্থীরা NTU এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে [এখানে ক্লিক করুন](https://www.ntu.edu.sg/admissions/undergraduate/scholarships)।

 

**আবেদনের শেষ তারিখ:** ৩১ ডিসেম্বর ২০২৪।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট