দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৩৮

রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

গোলের পর মেসির উদ্‌যাপন

বাতাসে গাছের পাতা যেমন নড়ে, তেমনি লিওনেল মেসিও মাঠে নামলে রেকর্ড বইয়ে নড়চড় হয়। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আজ যেমন বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামেও রেকর্ড বই ওলট-পালট করলেন মেসি। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ে মেসি করেছেন হ্যাটট্রিক। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। দেশের হয়ে সর্বোচ্চ হ্যাটট্রিকে রোনালদোকেও ছুঁয়ে ফেললেন মেসি। এমন ম্যাচের পর পরিসংখ্যানের পাতায় মেসি কতটা উঠলেন, কোথায় বসলেন কিংবা কোথায়-ই বা তাঁর জায়গা হলো—আসুন দেখে নিই।

আন্তর্জাতিক ফুটবলে ১০ম হ্যাটট্রিক করলেন মেসি। এর মধ্য দিয়ে রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে দেশের জার্সিতে ১০ম হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সেটা ছিল প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি হ্যাটট্রিকের নজির। সুইডেনের সভেন রিডেলের ৯ হ্যাটট্রিকের রেকর্ড ভেঙেছিলেন রোনালদো। মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে ১২টি হ্যাটট্রিক যুক্তরাষ্ট্রের সাবেক স্ট্রাইকার অ্যালেক্স মরগানের।

আন্তর্জাতিক ফুটবলে ১৩৩ গোল নিয়ে শীর্ষে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। বলিভিয়ার বিপক্ষে আজ হ্যাটট্রিক করে আর্জেন্টিনার হয়ে নিজের গোলসংখ্যা ১১২-তে উন্নীত করলেন লিওনেল মেসি। ১৮৯ ম্যাচে মেসির গোলসংখ্যা ১১২। রোনালদো ১৩৩ গোল করতে খেলেছেন ২১৬ ম্যাচ। ১৪৮ ম্যাচে ১০৮ গোল নিয়ে তৃতীয় ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়ি।

ক্লাব ও দেশের হয়ে মোট ৫৮টি হ্যাটট্রিক মেসির। এখনো খেলে যাওয়া ফুটবলারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ৬৬ হ্যাটট্রিক নিয়ে এই তালিকার শীর্ষে রোনালদো। তবে হ্যাটট্রিকে সর্বকালের সর্বোচ্চ রেকর্ডটি সম্ভবত ছুঁতে পারবেন না মেসি-রোনালদো। পেশাদার ফুটবলে ১০০–এর বেশি হ্যাটট্রিক রয়েছে তিন ফুটবলারের—জার্মানির আরউইন হেলমশেন (১৪১‍+), অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা জোসেফ বাইকান (১০১‍+) ও হাঙ্গেরির ফেরেঙ্ক ডিক (১০০‍+)।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ কোনো ম্যাচে কোনো খেলোয়াড়ের ন্যূনতম ৪ গোলে সরাসরি অবদান দেখা গিয়েছিল ১৩ বছর আগে। ২০১১ সালে চিলির বিপক্ষে একাই ৪ গোল করেছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। তারপর আজ ৩ গোল করার পাশাপাশি ২টি গোলও করালেন মেসি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৩টি হ্যাটট্রিক করলেন মেসি। ২টি হ্যাটট্রিক করেছেন বলিভিয়ার বিপক্ষে, ১টি ইকুয়েডরের বিপক্ষে।

মেসির আগে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কোনো খেলোয়াড়ের হ্যাটট্রিক এবং ২টি গোল করানোর সর্বশেষ নজির দেখা গেছে ১৫ বছর আগে। ২০০৯ সালের ১ এপ্রিলে আর্জেন্টিনার বিপক্ষে ৬-১ গোলের জয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সতীর্থদের দিয়ে ২টি গোলও করিয়েছিলেন বলিভিয়ার হোয়াকিন বোতেরো।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ