দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৩

কৃতির আপত্তি।

বর্তমানে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় কৃতি শ্যাননের নাম রয়েছে। তবে এক সময় তিনি অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন, যা পরে বক্স অফিসে বিরাট সাফল্য অর্জন করেছে। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তিনি। এক দশকের মধ্যে ‘রবতা’, ‘দিলওয়ালে’, ‘বরেলি কি বরফি’, ‘ভেড়িয়া’, ‘শেহজাদা’, ‘লুকা ছুপি’, ‘পানিপথ’, ‘মিমি’, এবং ‘আদিপুরুষ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

 

তবে এখনও তিনি বেশ কয়েকটি হিন্দি ছবি এবং ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছেন। ২০১৫ সালে প্রভু দেবার পরিচালনায় ‘সিং ইস ব্লিং’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কৃতি, কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। ফলে তার জায়গায় নেয়া হয় অ্যামি জ্যাকসনকে। এছাড়া ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘হাসিন দিলরুবা’, এবং ‘মলঙ্গ’ ছবিতে অভিনয়ের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন, এবং মুক্তির পর এসব ছবি বক্স অফিসে সফলতা পেয়েছে।

 

কৃতি আরও কিছু হিন্দি ওয়েব সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘লাস্ট স্টোরিজ’ সিরিজে করণ জোহরের পরিচালিত পর্বে কিয়ারা আদভানির অভিনয় ছিল সাহসী চরিত্রে, কিন্তু কৃতি এই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক সময় আমার গল্প পছন্দ হয় না, তাই আমি না বলে দিই। তবে আমি খুব বেশি সাহসী চরিত্রে অভিনয় করতে চাইলে, আমার মা কখনোই চান না। মায়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে আমি সেইসব ছবিতে না বলে দিই। সব ধরনের ছবিতে আমার আপত্তি রয়েছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট