দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৬

‘হৈমন্তীর ইতিকথা’ মুক্তি পাবে ১৮ই অক্টোবর।

গত ২৬শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল রবীন্দ্রনাথের সাহিত্য অবলম্বনে মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘হৈমন্তীর ইতিকথা’ সিনেমাটি। কিন্তু দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন এটি ১৮ই অক্টোবর মুক্তি পাচ্ছে। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন নিজেই। কবিগুরুর ‘হৈমন্তী’ গল্পটি দীর্ঘ সময় ধরে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকায় অনেকেই এই গল্প সম্পর্কে জানেন। গল্পে যৌতুক প্রথার ভয়াবহ রূপ, নবীন গৃহবধূর নিষ্ঠুর মানসিক যন্ত্রণার কাহিনী এবং একটি পরিণত স্বামী-স্ত্রীর কামনা, প্রেম ও রোমান্সের কিছু অনবদ্য মুহূর্ত উঠে এসেছে।

 

শতবর্ষ আগে লেখা এই গল্পের পোশাক-পরিচ্ছদ ও পরিবেশ তৈরি করে চলচ্চিত্রটির চিত্রায়ণ করা হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত ঐশিকা ঐশি, এবং অপু চরিত্রে আছেন সাইফ খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মোহাম্মদ আব্দুল হামিদ, আনিছুর রহমান এবং শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরী প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট