দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৯

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. রেজোয়ান কবির নামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা মামলাটি করেন। এ বিষয়ে বাদী রেজোয়ান বলেন, “আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে শমী কায়সার আমাদের আবেগের প্রতীক, মুক্তিযোদ্ধা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানান ধরনের কটূক্তি করেছেন। গত ১৬ বছর ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি অপপ্রচার চালিয়েছেন। এই অভিনেত্রী স্বাধীনতার ঘোষককে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। তাই আমি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে শমী কায়সারের বিচার চাই। তাকে মিথ্যার জন্য শাস্তি পেতে হবে।” মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন জানান, আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি শমী কায়সারকে ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট