দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৫

জাতীয় পার্টির খণ্ডিত অংশগুলো একত্র করার চেষ্টা

জাতীয় পার্টির লোগো

জাতীয় পার্টির খণ্ডিত কয়েকটি অংশকে জোড়া লাগানোর চেষ্টা করছেন রওশন এরশাদপন্থী কয়েকজন নেতা। তাঁরা ‘জাতীয় পার্টির ঐক্য’ গড়তে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বাদ পড়া রওশনপন্থী নেতাদের মূল লক্ষ্য, জি এম কাদেরের ওপর অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা এবং পরিবর্তিত প্রেক্ষাপটে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে থাকা।

যদিও এখন পর্যন্ত এ বিষয়ে সেভাবে সাড়া পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত তাঁদের লক্ষ্য রওশনপন্থী অংশটির সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি (এম এ মতিন), জাতীয় পার্টি (কাজী জাফর) ও বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি) একত্র করা। এ ছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টিকেও (জেপি) ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য রয়েছে। শুধু জি এম কাদেরকে বাদ দিয়ে তাঁর দলের অন্য নেতাদের এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানানো হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট