স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত যোদ্ধা সুজেয় শ্যামের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম মানবজমিনকে জানিয়েছেন, “বাবার অবস্থা খুবই খারাপ। অনেক ধরনের সমস্যা রয়েছে। বাবার জন্য সবার কাছে দোয়া চাই।”
সুজেয় শ্যাম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন এবং সম্প্রতি তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার স্থাপনের পর সেখানে ইনফেকশন দেখা দিয়েছে, যা এখন রক্তে ছড়িয়ে পড়েছে। তার ডায়াবেটিস এবং কিডনির সমস্যাও রয়েছে।
রুপা বলেন, “নানাবিধ অসুখের কারণে বাবার চিকিৎসা করতে ডাক্তারদের অনেক কিছু ভাবতে হচ্ছে। তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন। সব মিলিয়ে বাবার অবস্থা অবনতির দিকে।”
সুজেয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।