২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা ফলাফল নিয়ে অসন্তুষ্ট, তারা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) এবং চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আন্তশিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন, যার ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সব বোর্ডে মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেয়েছেন।