ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর এবং পরীক্ষার তারিখ ডিসেম্বরের পরিবর্তে আরও পেছানোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তারা বলেছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আবেদন ফি কমানো উচিত এবং গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের কারণে পরীক্ষার তারিখ পেছানো প্রয়োজন।
আজ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানকে একটি আবেদনের মাধ্যমে এ দাবি জানান ছাত্রদলের নেতারা। উপাচার্য ক্যাম্পাসে না থাকায় আবেদনের কপি প্রক্টর সাইফুদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার জন্য ডিসেম্বর মাসে আয়োজনের প্রাথমিক আলোচনা হয়। ছাত্রদলের আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের মাত্র দেড় মাসের ব্যবধানে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে নতুন শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত বছরের অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং অনেকে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা তাদের মানসিক স্বাস্থ্যকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
এছাড়া, ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ শতাংশ বাড়িয়ে ১০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা নিম্নবিত্ত ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। ছাত্রদল বিশ্বাস করে, এই প্রেক্ষাপটে আবেদন ফি কমানোর এবং ভর্তি পরীক্ষার সময়সীমা পেছানোর দাবি যৌক্তিক। তারা আশা প্রকাশ করেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে।