জেসিয়া ইসলাম ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন। এরপর বিভিন্ন কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে আরও মনোযোগী হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এবার অংশ নিচ্ছেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে, যা তার তৃতীয় আন্তর্জাতিক বিউটি পেজেন্ট। এর আগে দু’বার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে কম্বোডিয়ায় অবস্থান করছেন তিনি, যেখানে চলতি মাসের ১ অক্টোবর পৌঁছেছেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে অংশ নিতে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর, কম্বোডিয়া ও থাইল্যান্ডে।
জেসিয়া বলেন, “এটি আমার তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। আগে বাংলাদেশের হয়ে ভিয়েতনামে ‘মিস চার্ম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমার লক্ষ্য হলো বাংলাদেশের নামকে সুন্দরভাবে বিশ্বমঞ্চে উপস্থাপন করা, যাতে সবাই বাংলাদেশকে মনে রাখে।”
তিনি আরও বলেন, “বিউটি পেজেন্টগুলো আমাকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়। তাদের সংস্কৃতির নতুন দিকগুলো জানতে পারি, যা আমাকে নতুনভাবে নিজেকে তৈরি করতে সাহায্য করে। এসব প্রতিযোগিতা আমাকে ইতিবাচক চিন্তা করতে অনুপ্রেরণা জোগায় এবং ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”