আজ বিশ্ব হাত ধোয়া দিবস। ১৫ অক্টোবর, হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এবারের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিচ্ছন্ন হাত কেন এখনো গুরুত্বপূর্ণ?’
এই উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
এটি একটি প্রচারণামূলক দিবস, যার মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার সংস্কৃতি প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা এবং সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানো।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছরের মতো এবারও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে দিবসটি।