২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এই বছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে, এবং শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ও অনলাইনে একযোগে এই ফলাফল পেয়েছে। এবার ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এদিকে, দেশের ৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি, যার ফলে এবার এই সংখ্যা বেড়ে ২৩টি হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে, ফলে পরীক্ষাগুলো স্থগিত করা হয়। প্রথমে ১১ আগস্ট এবং পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, আগস্টে পরীক্ষার্থীরা সচিবালয়ে বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
পরে সিদ্ধান্ত হয় যে, যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা রয়েছে, যার মাধ্যমে পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বর এইচএসসির সংশ্লিষ্ট বিষয়ে বিবেচনায় নেওয়া হয়। যদি বিষয়ে ভিন্নতা থাকে, তবে ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হয়।