দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৩:২৩

বিপিএলে ক্রিকেট-সিনেমার ‘বিস্ফোরণ’ দেখছেন শাকিব খান

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে শাকিব খান

বাংলাদেশে দুজন বিখ্যাত মানুষের নাম একই। নামের বানানে কিছুটা পার্থক্য আছে অবশ্য। তাঁদের একজন সাকিব, সাকিব আল হাসান। আরেকজন শাকিব, শাকিব খান।
প্রথমজন ক্রিকেটার, তবে বিজ্ঞাপনচিত্রের বদৌলতে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশনে’র জগতও কিছুটা চেনা খেলোয়াড় সাকিবের। আরেক শাকিব, অর্থাৎ শাকিব খান এত দিন রুপালি জগতেরই মানুষ ছিলেন। এবার তিনি নাম লেখালেন ক্রিকেটেও।

আসন্ন ১১তম বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলান। ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস। সিনেমা নিয়ে তাঁর ব্যস্ততা চরম। শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী। ‘দরদ’-এর টিজার নিয়ে দর্শকদের আগ্রহ আপ্লুত করছে শাকিবকে। ওদিকে আরেক সিনেমা ‘বরবাদ’-এর শুটিংয়ের জন্য সহসাই মুম্বাই যাচ্ছেন তিনি। এসবের মধ্যেই আজ সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব খান।

ড্রাফট অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই সবার মনোযোগ কেড়ে নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের এই সুপার স্টার। ক্যামেরার লেন্স বারবার ঘুরে গেছে তাঁর দিকে। ড্রাফটে আসা ক্রিকেটার, কর্মকর্তা অনেকেই ক্যামেরার ফ্রেমবন্দী হয়েছেন শাকিবের পাশে দাঁড়িয়ে।

খুব আনন্দের লড়াই হবে। খুব মিষ্টি, দুষ্টু লড়াই হবে।

নতুন বিপিএল নিয়ে শাকিব খান

ক্রিকেটে আসা নিয়ে শাকিব খানের উচ্ছ্বাসও কম নয়। সেটা প্রকাশ পেয়েছে ড্রাফট পরবর্তী প্রতিক্রিয়ায়। শাকিবের চোখে তাঁর মাধ্যমে বিপিএলে সিনেমা-ক্রিকেটের যে মেলবন্ধন হতে চলেছে, সেটি রীতিমতো একটা বিস্ফোরণ!

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে। এক সঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য।’

আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।

শাকিব খান, বিপিএল প্লেয়ার্স ড্রাফটে

দল গড়ার ঘোষণার পর থেকে দেশ এবং বিদেশ থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি। শাকিব বিস্ফোরণ দেখছেন সেখানেও, ‘আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শক—এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে।’

ক্রিকেট-সিনেমার সম্মিলনের বিস্ফোরণটা ক্রিকেটার সাকিব আর অভিনেতা শাকিব একই দলে থাকলে আরও বেশি হতো কিনা, এ নিয়ে আলোচনা আছে। যদিও শাকিব খানের মনে হচ্ছে, দুজন দুই দলে থাকায় রোমাঞ্চটা আরও বেশি, ‘আপনি যেমন বলছেন দুজন এক দলে থাকলে ভালো হতো, অনেকে আবার উল্টোটা বলছে, দুজনকে দুই জায়গায় দেখা যাবে। বিষয়টা খুব আনন্দের হবে। দেখতে আরও খুব ভালো লাগবে।’

যেরকম উচ্ছ্বাস দেখেছি, আমাদের মনে হয়েছে প্রথমবার বিপিএলে যেরকম উচ্ছ্বাস দেখেছিলাম সেরকমই উচ্ছ্বাস সবার মধ্যে—ইয়েস এবার হবে খেলা!

শাকিব খান

ঢাকা ক্যাপিটালস নতুন দল হলেও তাঁদের প্রতিষ্ঠান রিমার্ক হারলান সব সময়ই বাংলাদেশ ক্রিকেটের পাশে আছে বলে জানিয়েছেন শাকিব, ‘আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।’ বলেছেন, ক্রিকেটে তাঁরা থাকতেই এসেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট