দ্যা নিউ ভিশন

এপ্রিল ২১, ২০২৫ ০৭:২৮

সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মগোপনে থাকা মমতাজের উপস্থিতি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের সময় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। কেউ বিদেশে চলে যান, আবার কেউ দেশেই গা ঢাকা দেন। আত্মগোপনে থাকা ব্যক্তিদের মধ্যে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমও রয়েছেন। ৫ আগস্টের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এলেন মমতাজ।

 

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক এই এমপি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে গান গাইতে দেখা যায়। মমতাজ কোথায় ভিডিওটি ধারণ করেছেন, সে সম্পর্কে তিনি কোনো তথ্য উল্লেখ করেননি। তবে, একটি রুমের বিছানায় বসে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করতে দেখা গেছে। ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী