দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:০৪

ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হতে এফবিসিসিআইয়ের আহ্বান

নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে আজ রোববার সকালে কারওয়ান বাজারে কাঁচাবাজার পরিদর্শন করেছে এফবিসিসিআইয়ের বাজার তদারকি দল। এ তদারকি কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনের প্রশাসক মো. হাফিজুর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই জানায়, বাজার পরিদর্শনকালে ব্যবসায়ী সংগঠনটির প্রতিনিধিদল পণ্যের দাম ও সরবরাহব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, সরবরাহব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সংগঠনটি।

এফবিসিসিআইয়ের বাজার তদারকিতে দেখা গেছে, আজ কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা ও সোনালি মুরগি ২৮০-৩০০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১ হাজার টাকা রাখা হচ্ছে। কারওয়ান বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হয়েছে ১৬৫ টাকায়।

বিভিন্ন সবজির মধ্যে প্রতি কেজি আলু ৫৫ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ২৮০-৩০০ টাকা ও দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার তদারকির সময়ে প্রতিটি দোকানে মূল্যতালিকা দেখা গেছে বলে জানিয়েছে এফবিসিসিআই।

বাজার পরিদর্শন শেষে কারওয়ান বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় তিনি পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে খুচরা ও পাইকারি ব্যবসায়ীসহ আড়তদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ওমর ফারুক। এফবিসিসিআইয়ের নিয়মিত বাজার তদারকি কার্যক্রমে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, কারওয়ান বাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার, সমিতির মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট