দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪১

রজনীকান্তের সিনেমার আয় ২০৫ কোটি টাকায় পৌঁছেছে।

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্বের ৬,০০০ পর্দায় মুক্তি পায় টি. জে. জ্ঞানভেল পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই এটি বক্স অফিসে বেশ সাড়া ফেলে। চলতি বছরে তামিল ভাষার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, এবং মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘ভেট্টিয়ান’-এর অবস্থান দ্বিতীয়। এ তালিকার শীর্ষে রয়েছে থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’, যা আয় করেছিল ১০৪ কোটি রুপি।

 

বক্স অফিসে ‘ভেট্টিয়ান’ আয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং দুর্গাপূজার নবমীর দিনেও এটি ধরে রেখেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ৩ দিনে ভারতে আয় করেছে ৯৫.৮ কোটি রুপি (গ্রস) এবং বিদেশে ৫০ কোটি রুপি। মুক্তির ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৫ কোটি ৬৮ লাখ টাকার বেশি)।

 

প্রসঙ্গত, ‘ভেট্টিয়ান’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়াড়িয়র, ঋতিকা সিং, রোহিনী এবং রাও রমেশ প্রমুখ। সুভাষ করন প্রযোজিত এই সিনেমার নির্মাণ ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট