দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৩৩

“আমি বা আপনি কি আদৌ নিরাপদ?” এই প্রশ্নটি তুলেছেন ঊষসী।

আরজি কর-কাণ্ডের পর নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন টলিপাড়ার তারকারা, তাদের মধ্যে ছিলেন ঊষসী চক্রবর্তী, দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল ও সৌম্য ব্যানার্জী। সেই অভিজ্ঞতা নিয়ে সমাজমাধ্যমে ঊষসী জানালেন, চলতি বছরের পুজায় তিনি ভালো থাকতে পারেননি। তিনি লিখেছেন, “এবারের অষ্টমী। কিছু বলার নেই। কেউ হয়তো ভাববেন, মানুষ হিসেবে আমরা মনমরা। তাই পুজোর সময় এমন পোস্ট করছি। কিন্তু বিশ্বাস করুন, এবার পুজায় ভালো থাকতে পারলাম না। আপনাদের আনন্দে বাধা দিতে চাই না। বুঝতে পারছি, এটা একটাই পুজো। কিছুদিনের ছুটি, ব্যবসা, অর্থনীতি—সবকিছুই বুঝি। তবে আরজি কর হাসপাতালের হত্যাকাণ্ডে নিহত তরুণীর কথা মনে রাখার অনুরোধ করেছেন ঊষসী।

 

তার কথায়, “পুজায় থাকুন। কিন্তু আনন্দের মাঝে একটু মনে রাখুন, সরকারি হাসপাতালে কর্মরত এক মেধাবী চিকিৎসক কাজে গিয়ে আর বাড়ি ফিরতে পারেননি। এটাও আমাদেরই বাস্তব, কোনও ভিনগ্রহের নয়।” অভিনেত্রী সেই তরুণীর মায়ের সঙ্গে কথা বলেছেন। নির্যাতিতার মা বলেন, “তখন আমি নিশ্চিন্ত হতাম। তিনি কাজের জায়গায় পৌঁছে গেছেন, তাই আর চিন্তা নেই।” কিন্তু সেই কাজের জায়গাতেই তাকে হত্যা করা হয়।

 

পোস্টের শেষে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, “আরজি কর, একাধিক কলেজ ও কাজের জায়গা। সেখানে যখন কিছু হয়, মা-বাবা কোথায় তাদের সন্তানকে পাঠিয়ে নিশ্চিন্ত থাকবে? কর্তব্যরত চিকিৎসকের যদি সুরক্ষা না থাকে, তাহলে আমি বা আপনি কি আদৌ নিরাপদ?”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট