দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৮

ত্বক ও চুলে প্রকৃতির আশীর্বাদ

### ত্বক ও চুলের পরিচর্যায় প্রাকৃতিক উপাদানের গুরুত্ব

 

প্রাচীনকাল থেকেই ত্বক ও চুলের পরিচর্যায় প্রাকৃতিক উপাদানের বিশেষ কদর রয়েছে, যা আজও অনেকের কাছে পরিচিত। তবে প্রকৃতির এই উপহার মানবজাতিকে বারবার অবাক করে। গাঢ় সবুজ নিমপাতা, অ্যালোভেরা, নারকেল তেলের মতো বিভিন্ন প্রাকৃতিক উপাদান আমাদের চারপাশে মেলে। এগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে না, বরং রাসায়নিক প্রসাধনীর ব্যবহারকে এড়িয়ে চলতেও উৎসাহ দেয়। হলুদ, চন্দন, মুলতানি মাটি, বাদাম, আমলকী, পিঁয়াজ, আদা, আলু এবং বিটরুট—এসব প্রাকৃতিক উপাদানে ভরপুর, এবং দেশের মাটিতে এগুলোর ভালো ফলন হওয়ায় এগুলো সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়।

 

প্রতিদিনের রূপচর্চায় বিভিন্ন প্রসাধনী যেমন ফেসওয়াশ, ময়েশ্চারাইজার, তেল ও বডি ওয়াশের প্রয়োজন পড়ে। তবে এসবের মধ্যে কোন প্রাকৃতিক উপাদানগুলি প্রয়োজন, তা জানা জরুরি।

 

**প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান:**

মুখ পরিষ্কারের জন্য ফেসওয়াশ অপরিহার্য। রূপবিশারদরা বলেন, একটি মানসম্পন্ন ফেসওয়াশের তিনটি প্রধান গুণ থাকা প্রয়োজন: ত্বকের ময়লা দূর করা, ত্বক মোলায়েম রাখা, এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখা। রাসায়নিক উপাদানের পরিবর্তে প্রাকৃতিক উপাদান থাকলে ত্বক পরিষ্কার হবে প্রকৃতির স্পর্শে। যেমন, নিম, ঘৃতকুমারী (অ্যালোভেরা), হলুদ, মধু, এবং চালের গুঁড়ো—এসব অকৃত্রিম উপাদানে তৈরি ফেসওয়াশে আপনার ত্বক পাবে প্রকৃতির সেবা।

 

শুধু মুখের জন্য নয়, শরীরের যত্নও গুরুত্বপূর্ণ। সাধারণ সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এর সমাধান হতে পারে প্রাকৃতিক উপাদানে তৈরি কম ক্ষারযুক্ত সাবান অথবা বডি ওয়াশ। ঘৃতকুমারীর রস থাকলে ত্বক কোমল এবং ফুলের নির্যাস সুবাসিত করবে।

 

চুলের জন্য নারকেল তেল রুক্ষ চুলে আর্দ্রতা ফিরিয়ে আনে। নারকেলের দুধও শুষ্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাই শুষ্ক ত্বকের ক্রিম বা লোশনে কোকোনাট মিল্ক থাকার পরামর্শ দেওয়া হয়, যেটি ভিটামিন সি এবং ই-তে সমৃদ্ধ।

 

চুল পড়ার সমস্যায় যারা ভোগেন, তাদের জন্য পিঁয়াজ কার্যকরী হতে পারে। রান্নার এই উপাদান চুলের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সাত দিনে দুবার ব্যবহার করলে চুল পড়া রোধ করা সম্ভব।

 

প্রাকৃতিক উপাদানগুলো আমাদের ত্বক ও চুলের জন্য আশীর্বাদ স্বরূপ। এগুলো ব্যবহার করে আমরা আমাদের সৌন্দর্য বজায় রাখতে পারি এবং রাসায়নিক উপাদানের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারি।

 

লেখক: সাদিয়া সারা

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট