গতকাল মুক্তি পেয়েছে কুসুম সিকদার পরিচালিত তার প্রথম সিনেমা ‘শরতের জবা’। নির্মাণের পাশাপাশি তিনি এই ছবিতে অভিনয়ও করেছেন, যা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন কুসুম। মুক্তির প্রথম দিনেই ‘শরতের জবা’ স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারসে ২০টি শো পেয়েছে।
গতকাল ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দেখেছেন কুসুম সিকদার। তার সঙ্গে ছিলেন ছবির আরেক অভিনেত্রী নিদ্রা দে নেহা। কুসুম সিকদারের গল্পের বই ‘অজাগতিক ছায়া’ থেকে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে, যা ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল।
গতকাল বিকালে তিনি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে যান। সিনেমাটি দেখে দর্শকদের সঙ্গে কথা বলার সুযোগ পান কুসুম। তিনি বলেন, “এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। কারণ এটি আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন। সিনেপ্লেক্সে এসে যখন দর্শকদের অভাবনীয় সাড়া দেখলাম, মনটা ভরে গেল। আমার ফেরাটাও স্মরণীয় হয়ে রইলো।”
‘শরতের জবা’ হচ্ছে একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত এবং কিছু অপ্রত্যাশিত মৃত্যুর মাধ্যমে জবার জীবন নানা প্রশ্নের জন্ম দেয়। জবা কি সত্যিই খুনি, নাকি তার সঙ্গে কোনো অদৃশ্য শক্তি রয়েছে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘শরতের জবা’।
কুসুম ছাড়া সিনেমাটিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া এবং শহিদুল আলম সাচ্চু প্রমুখ।