দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৩৯

“কলার খোসা: চুল ও ত্বকের যত্নের জন্য কার্যকরী!”

কলায় রয়েছে ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, এবং বিভিন্ন খনিজের ভাণ্ডার। অন্যদিকে, কলার খোসায় উপস্থিত ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকে জমে থাকা ধুলোময়লা এবং খুশকি পরিষ্কার করতে সাহায্য করে। কলার খোসায় উচ্চ পরিমাণে ময়েশ্চারাইজার এবং পটাশিয়াম থাকার কারণে এটি ত্বকে আর্দ্রতাজনিত সমস্যা দূর করতেও কার্যকর। এছাড়া, ত্বকের প্রদাহজনিত সমস্যার নিরাময়েও কলার খোসা সহায়ক। নিষ্প্রাণ চুলের যত্নের জন্যও পাকা কলার খোসা ব্যবহার করা যেতে পারে।

 

**কলার খোসা ব্যবহারের পদ্ধতি:**

 

১) **সরাসরি ত্বকে ঘষা:** কলার খোসা সরাসরি ত্বকে ঘষে নেয়া সবচেয়ে সহজ পদ্ধতি। এটি বলিরেখা কমাতে, ত্বক শুষ্ক হলে এবং পা ফাটার সমস্যায় কাজে আসে। তবে তাড়াহুড়া না করে ধীরে ধীরে ত্বকের উপর ঘষলে ভালো ফল পাওয়া যায়।

 

২) **ফেসপ্যাক তৈরি:** কলার খোসা দিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়। এতে থাকা ভিটামিন বি ৬, বি ১২, জিঙ্ক, এবং অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের জন্য উপকারী। কলার খোসা এবং সামান্য কলা মিক্সারে মিশিয়ে নিন। এরপর এতে এক চামচ মধু এবং এক চামচ দই মিশিয়ে ভালো করে নিন। মিশ্রণটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে ১৫ মিনিট পরে ধুয়ে নিন, এতে ত্বকে জেল্লা আসবে।

 

৩) **চোখের নিচের কালি:** চোখের নিচের কালি দূর করতে কলার খোসা টুকরো করে কেটে ফ্রিজে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে খোসাগুলো চোখের উপর রাখুন। কয়েক দিন নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন।

 

৪) **হেয়ার স্ট্রেটনিং:** রাসায়নিক হেয়ার স্ট্রেটনিংয়ের ফলে চুলের ক্ষতি হয়। পাকা কলার খোসা এবং অলিভ অয়েলের মিশ্রণ ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত চুল সহজেই সুস্থ হয়ে ওঠে।

 

৫) **চুলের কন্ডিশনিং:** কন্ডিশনিংয়ের পরেও চুলের রুক্ষতা কমছে না? কলার খোসা দিয়ে তৈরি প্যাক লাগান। কলা, দই ও মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে চুলে লাগালে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট