দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ২০:৪৮

এইচএসসি ফলাফল কাদের দ্বারা ঘোষণা করা হবে?”

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার, ১৫ অক্টোবর, বেলা ১১টায় সব বোর্ডের ফল প্রকাশিত হবে। প্রতিবছর দেশের সরকার প্রধান বা শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করতেন। তবে এবারে প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা ফল ঘোষণা করবেন না। ফল ঘোষণা করবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

 

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, গত বছরগুলোতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরতেন, যেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা করতেন। এরপর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বা সচিবালয়ে ফলাফল বিস্তারিত তুলে ধরতেন। এ প্রক্রিয়ার কারণে ফল প্রকাশে দেরি হতো।

 

তবে এবার অন্তর্বর্তী সরকার বোর্ডগুলোকে ফল প্রকাশের ঘোষণা দেওয়ার সুযোগ করে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়টি বোর্ডগুলোকে জানানো হয়েছে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “এবার ফল প্রকাশ হবে ভিন্নভাবে। বোর্ডগুলো নিজ উদ্যোগে ফল প্রকাশ করবে, কিন্তু সময় কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হয়েছে।”

 

উল্লেখ্য, কলেজগুলো কীভাবে ফলাফল শিট পাবে তা জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ইংরেজি অক্ষরে লেখা ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করতে হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করা যাবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের