দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪৮

এবার বন্যার্তদের সহায়তায় চলচ্চিত্র প্রদর্শনী

বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী। ছবি: সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও। এবার বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘বন্যার্তদের পাশে চলচ্চিত্রকর্মীরা’ নামের একটি প্ল্যাটফর্ম।

আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনব্যাপি এই প্রদর্শনী আয়োজিত হবে রাজধানী ঢাকার উত্তরার দুটি ভেন্যুতে। একটি রবীন্দ্র সরণী, অন্যটি বটতলা মুক্ত মঞ্চ।

উদ্বোধনী দিন (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে নির্মাতা রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ এবং রাত ৮টা ৩০ মিনিটে থাকছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। পরদিন (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন।

জানা যায়, দুটি ভেন্যুতে একই সময়ে চলচ্চিত্রগুলো দেখতে পাবেন দর্শকরা। আগামীতে বাড়তে পারে ভেন্যুও।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়ে রাশিদ পলাশ বলেন, ‘দেশের মানুষ বারবার বন্যায় বিপদগ্রস্ত হন। ভারতীয় আগ্রাসনের কারণেই এমনটা হয়। বর্ষাকালে বন্যা, আবার শুকনা মৌসুমে ফসল চাষের পানি পাওয়া যায় না। সিনেমাগুলোয় সেসব বিষয় রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট