দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৪:৩৬

বাভুমাও ছিটকে গেলেন, বাংলাদেশের বিপক্ষে মিরপুরে খেলবে ‘অচেনা’ দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ সফরে আসবেন, কিন্তু প্রথম টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা

সবেধন নীলমণি হয়ে টেম্বা বাভুমা ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনিও। ফলে বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে, মিরপুরে সিরিজের প্রথম টেস্টে এমন কোনো খেলোয়াড় আর থাকল না দক্ষিণ আফ্রিকা দলে।

আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কনুইয়ে চোট পান বাভুমা। বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দলের অধিনায়ক ছিলেন তিনিই।

২১ অক্টোবর শুরু হতে যাওয়া সিরিজের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দলটির বাভুমারই শুধু বাংলাদেশে খেলার অভিজ্ঞতা ছিল। যিনি ২০১৫ সালে চট্টগ্রামে ও মিরপুরে টেস্ট খেলে গেছেন। সিএসএ জানিয়েছে, ৩৪ বছর বয়সী বাভুমা কনুইয়ের চোট নিয়ে বাংলাদেশ সফরে আসবেন। কিন্তু প্রথম টেস্টে খেলবেন না। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা ডেভাল্ড ব্রেভিসকে। প্রথম টেস্টে বাভুমার জায়গায় দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

বাভুমা ঢাকায় আসার পর দক্ষিণ আফ্রিকার চিকিৎসক দলের তত্ত্বাবধানে থাকবেন। তাঁর অবস্থার উন্নতি হলে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলবেন। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টটি শুরু হবে ২১ অক্টোবর। ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু চট্টগ্রামে।

বাংলাদেশ সফরের দক্ষিণ আফ্রিকা দল থেকে বাভুমার আগের চোটের কারণে ছিটকে পড়েছিলেন পেসার নান্দ্রে বার্গার। তাঁর বিকল্প হিসেবে নেওয়া হয়েছে ফাস্ট বোলার লুঙ্গি এনগিডিকে। ১৯ টেস্টের ক্যারিয়ারে তিনিও কখনো বাংলাদেশে খেলেননি। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে টেস্ট খেলেছে সর্বশেষ ২০১৫ সালে।

বাংলাদেশ সফরের দক্ষিণ আফ্রিকা দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেভাল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট