ভারতের শীর্ষ শিল্পপতি এবং ধনীদের একজন, প্রয়াত রতন টাটা ৮৬ বছর বয়সে কখনো বিয়ের পিঁড়িতে বসেননি। তার নেই কোনো সন্তান কিংবা পরিবার। কিন্তু কেন?
আজ বৃহস্পতিবার প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ১৯৯৭ সালে এক সাক্ষাৎকারে রতন বলেছিলেন, “স্ত্রী, সন্তান বা পরিবার না থাকার কারণে মাঝে মাঝে একাকী বোধ করি। পরিবারের অংশ হওয়ার তাড়নাও অনুভব করি। আবার স্বাধীনতা উপভোগও করি। তবে একাকীত্ব আমাকে তাড়া করে।”
সাবেক বলিউড অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জীবনে মোট চারবার প্রেম হয়েছিল। এর মধ্যে একবার তিনি বিয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, যা তার প্রথম প্রেম ছিল।
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারে ডিগ্রি অর্জনের পর রতন লস অ্যাঞ্জেলেসে চাকরি শুরু করেন এবং সেখানে এক মার্কিন তরুণীর প্রেমে পড়েন। তাদের বিয়ের পরিকল্পনা ছিল, তবে দেশে তার দাদির অসুস্থতার কারণে ভারতে ফিরে আসতে হয় রতনকে। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধ শুরু হলে প্রেমিকার পরিবার বিয়েতে সম্মত হয়নি, ফলে তাদের সম্পর্ক ভেঙে যায়।
সিমির সঙ্গে তার সম্পর্কও বেশিদিন টেকেনি। ১৯৭০ সালে সিমি রবি মোহনকে বিয়ে করেন। রতন টাটা অন্য দুই নারীর নাম কখনো প্রকাশ করেননি।
রতন টাটার জন্ম ১৯৩৭ সালে। ছোট বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের কারণে তিনি দাদির কাছে বড় হন। অনেকের ধারণা, এই অভিজ্ঞতা তার মধ্যে বিয়ের ভীতি তৈরি করেছিল এবং প্রথম প্রেমের ব্যর্থতা তা আরও বাড়িয়েছে।