এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ধনকুবের ইলন মাস্ক দুটি দরজা বিশিষ্ট একটি রোবোট্যাক্সি প্রদর্শন করেছেন এবং বাজারে আনার ঘোষণা দিয়েছেন। চালকবিহীন এই ট্যাক্সিতে কোনো স্টিয়ারিং হুইল বা পেডাল নেই। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মাস্ক ‘সাইবারক্যাব’ নামের এই রোবোট্যাক্সিতে চড়ে মঞ্চে আসেন। তিনি জানান, ২০২৬ সাল থেকে এর উৎপাদন শুরু হবে এবং দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ লাখ টাকার সমান।
মাস্ক জানান, এই ট্যাক্সি চালাতে মাইল প্রতি ২০ সেন্ট খরচ হবে। ইনডাকশন প্রক্রিয়ার মাধ্যমে এই বৈদ্যুতিক গাড়িগুলোকে চার্জ দেওয়া যাবে, ফলে কোনো তারের প্রয়োজন হবে না। তিনি বলেন, তার সাইবারক্যাব কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্যামেরা নির্ভর, তাই এতে অন্যান্য হার্ডওয়্যারের প্রয়োজন নেই।
তবে মাস্কের এই দাবিকে বিনিয়োগকারী ও বিশ্লেষকরা কারিগরি ও আইনগত দিক দিয়ে উচ্চাভিলাষী হিসেবে আখ্যায়িত করেছেন। মাস্ক উল্লেখ করেন, “চালক ছাড়া নিজে নিজে চলতে পারে এমন ৫০টি গাড়ি আজ রাতে আমাদের সঙ্গে আছে।”
তিনি আরও একটি বড় আকারের চালকবিহীন গাড়ি ‘রোবোভ্যান’ প্রদর্শন করেন, যা ২০ জন যাত্রী বহন করতে সক্ষম। একইসঙ্গে টেসলার অপটিমাস হিউম্যানয়েড রোবটও তিনি দেখান।
মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে চালকবিহীন টেসলা ট্যাকি সুবিধা চালু করা। যাত্রীরা অ্যাপের মাধ্যমে ট্যাক্সি ডাকতে পারবেন, এবং সাইবারক্যাব রোবোট্যাক্সি তাদের দোরগোড়ায় চলে আসবে। চালকবিহীন টেসলা গাড়ির মালিকরা তাদের গাড়িগুলোকে রোবোট্যাক্সি হিসেবে তালিকাভুক্ত করে উপার্জন করতে পারবেন।
এই অনুষ্ঠানে বিনিয়োগকারী, স্টক বিশ্লেষক এবং টেসলার ভক্তরা অংশগ্রহণ করেন।