এমপিওভুক্তির দাবিতে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। আজ শুক্রবার বেলা ১১টায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতারা কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নেকবর হোসেন বলেন, ৩২ বছর ধরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকেরা বৈষম্যের শিকার। পূর্ববর্তী সরকারের সময়ে শেখ পরিবারের নামে জাতীয়করণ করা হলেও দেশে এখনও ৪০০টির বেশি প্রতিষ্ঠানের ৩,৫০০ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এমপিওর অভাবে তারা বেতন এবং ভাতা পাচ্ছেন না। এজন্য তারা দাবি জানিয়েছেন, প্রতিটি কলেজের অনার্স বিভাগ থেকে পাঁচজন এবং মাস্টার্স বিভাগ থেকে সাতজন শিক্ষককে এমপিও দেওয়ার।
শিক্ষক নেতারা জানান, ৬ অক্টোবর শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেও কোন আশ্বাস না পেয়ে তারা হতাশ হয়েছেন। ১৪ অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমপিও ঘোষণা না এলে ১৫ অক্টোবর ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি এস এম দারুল ইসলাম, শিক্ষক নেতা আবদুর রহমান, এবং ইমদাদুল ইসলাম জোয়ার্দ্দারসহ অন্যান্য নেতারা।