দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটে এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি প্রোগ্রামে (গবেষণা বৃত্তিসহ ও গবেষণা বৃত্তি ছাড়া) ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন ফি ১,০০০ টাকা।

### এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীরা নিচের যেকোনো একটি শর্ত পূরণ করে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সমমানের ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাঁদের আবেদনপত্রের সঙ্গে সমতা নিরূপণের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের বিভাগ বা ইনস্টিটিউটে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং উত্তীর্ণদের জমা করা সিনোপসিসের ওপর সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।

 

### পিএইচডি প্রোগ্রামে (পূর্ণকালীন/খণ্ডকালীন) ভর্তির যোগ্যতা:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা ভর্তি প্রোগ্রামে দেওয়া যেকোনো শর্ত পূরণ করলে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। গবেষণাকাজের ধরন অনুযায়ী খণ্ডকালীন পিএইচডি গবেষক হিসেবে অনুমতি দেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটি নির্ধারণ করবে।

 

### আবেদন জমার শেষ তারিখ:

২১ নভেম্বর ২০২৪।

 

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: [www.cu.ac.bd](http://www.cu.ac.bd)

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট