দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪৫

মাথা ও মুখের পেশিতে হঠাৎ ব্যথার কারণ কী?

আমাদের মুখের অনুভূতিগুলি ট্রাইজেমিনাল নার্ভ নামক একটি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রবাহিত হয়। যদি এই নার্ভ অকারণ উদ্দীপ্ত হয়, তবে মাথা ও মুখের পেশিতে তীব্র ব্যথা অনুভূত হতে পারে, যা ট্রাইজেমিনাল নিউরালজিয়া হিসেবে পরিচিত। এ রোগে মুখের এক পাশে বিদ্যুৎ শক এর মতো তীব্র ব্যথা হয়, যা দ্রুত কমে যায়। দিনে ৩০-৪০ থেকে ২০০ বার পর্যন্ত এই ধরনের ব্যথা অনুভূত হতে পারে। খাবার খাওয়ার সময়, দাঁত মাজার সময় বা মুখে হাত লাগালেও এই ব্যথা তীব্র আকার ধারণ করতে পারে।

 

### লক্ষণ

– মুখের এক পাশে ক্ষণস্থায়ী তীব্র ব্যথা

– ব্যথা সাধারণত বিদ্যুৎ শক এর মতো অনুভূত হয়

– মুখে পানি লাগলে, দাঁত মাজলে অথবা খাবার সময় ব্যথা বাড়ে

 

### কারণ

ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কারণ সম্পূর্ণরূপে জানা যায়নি। তবে, কিছু ক্ষেত্রে রক্তনালির জন্মগত ত্রুটি, মস্তিষ্কের টিউমার, অথবা মাল্টিপল সেক্লরোসিসের কারণে এই সমস্যা দেখা দিতে পারে।

 

### পরীক্ষা-নিরীক্ষা

মস্তিষ্কের এমআরআই দ্বারা টিউমার বা রক্তনালির জন্মগত ত্রুটি খুঁজে বের করা হতে পারে। মাল্টিপল সেক্লরোসিস সন্দেহ হলে প্রয়োজনীয় রক্ত ও সিএসএফ পরীক্ষা করা হয়।

 

### চিকিৎসা

প্রথাগত মাথাব্যথার ওষুধগুলি ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা কমাতে সহায়ক নয়। কার্বামাজেপিন এবং গাবাপেন্টিন জাতীয় ওষুধগুলি এই ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। মস্তিষ্কের রক্তনালি যদি ট্রাইজেমিনাল নার্ভে চাপ দেয়, তবে শল্য চিকিৎসা স্থায়ী সমাধান দিতে পারে। মস্তিষ্কের টিউমার বা মাল্টিপল সেক্লরোসিস থাকলে সেগুলোর যথাযথ চিকিৎসা করা জরুরি।

 

ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা অত্যন্ত তীব্র ও অসহ্য, যা মানুষের কার্যক্ষমতা নষ্ট করতে পারে। প্রায়শই ওষুধের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এবং শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

 

— ডা. নাজমুল হক মুন্না, সহকারী অধ্যাপক, নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল, ঢাকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট