দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৪:২৫

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনা খরচে ৩৭ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে ৩৭ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।আজ বৃহস্পতিবার, বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে দিনব্যাপী এই ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়। কার্যক্রমটির আয়োজন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং চিকিৎসা সহায়তা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ।

 

অপারেশনটি পরিচালনা করেন প্রফেসর ডা. মো. সালেহ আহমদ এবং অন্যান্য ডাক্তাররা। গত ১৬ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে একটি আই ক্যাম্পের মাধ্যমে ১,২০০ রোগীর চোখ পরীক্ষা করে ৪২০ জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। আজ ৩৭ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়, যাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২২ জন নারী।

 

প্রফেসর ডা. সালেহ আহমদ জানান, ২০১৪ সাল থেকে তারা বিনামূল্যে চোখের অপারেশন কার্যক্রম শুরু করেছেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে আই ক্যাম্প আয়োজন করেন। অপারেশন শেষে রোগীদের নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

 

তিনি বলেন, দেশে চোখের স্বাস্থ্য নিয়ে অনেকেই অবহেলা করেন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তাই পাঁচ বছরের আগে চোখের স্ক্রিনিং এবং ৪০ বছরের পর নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা রোগী মো. ইকরামুল হক বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে মহৎ। চিকিৎসকদের সেবা অত্যন্ত ভালো। অপর এক রোগী মোমেনা বেগম বলেন, তিনি বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি।

 

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার মোহাম্মদ আহসান হাবীব জানান, এ পর্যন্ত ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩,১৪৫ জন রোগীর চোখের অপারেশন করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট