দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৮

চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে মাঠটি উন্মুক্ত রাখার দাবি জানানো হয়েছে।

চট্টগ্রাম সার্কিট হাউস-সংলগ্ন মাঠ সুরক্ষার জন্য আন্দোলন করে আসছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনফাইল ছবি

চট্টগ্রাম নগরের সার্কিট হাউসের সংলগ্ন মাঠটি উন্মুক্ত স্থান হিসেবে সংরক্ষণ ও সবুজ উদ্যান করার দাবি জানিয়ে সরকারকে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে স্মারকলিপিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছে পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯১৩ সালে ব্রিটিশ আমলে নির্মিত চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের উন্মুক্ত প্রাঙ্গণ দীর্ঘকাল ধরে চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নগরীর অপরিকল্পিত উন্নয়নের ফলে উন্মুক্ত জায়গার অভাব দেখা দিয়েছে, যা নাগরিক জীবনের জন্য অত্যাবশ্যক।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম নগরের সব পরিকল্পনা ও মহাপরিকল্পনায় উন্মুক্ত স্থানগুলোর সংরক্ষণ নিশ্চিত করার কথা বলা হয়েছে, যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। খেলার মাঠ, সবুজ চত্বর, জলাশয় এবং পাহাড়—এসব স্থান তাপ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ করে এবং জলাবদ্ধতা কমায়। তাই চট্টগ্রামের নান্দনিক সার্কিট হাউসের নকশার অংশ হিসেবে এর সংলগ্ন মাঠটি জনসাধারণের কল্যাণে ও নগর পরিকল্পনার টেকসই উন্নয়নের জন্য সংরক্ষণ এবং সবুজ প্রান্তরে রূপান্তরের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা প্রয়োজন।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ইমরান বিন ইউনুস, সংগঠক রিতু পারভীন, লেখক রেহেনা মাহমুদ, সংগঠক মনজুরুল করীম, আবু সুফিয়ান এবং সোহাইল হোসেন প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট