“বিভাজন দূর না হলে ফ্যাসিবাদ গোষ্ঠী সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে,” বলেন নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। বুধবার সকালে শহরের মাসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় নারায়ণগঞ্জে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় সারজিস আলম সবাইকে বিভাজন এড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারীদের সমন্বয়ে নারায়ণগঞ্জে একটি কমিটি গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক জানান, সারজিস একটি অভ্যন্তরীণ মিটিংয়ের জন্য নারায়ণগঞ্জে এসেছিলেন। সভায় ছবি, ভিডিও, কিংবা অডিও ধারণ করা নিষিদ্ধ ছিল।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সামিয়া মাসুদ মমো, তরিকুল ইসলাম, ছাত্র মজলিসের সভাপতি জাহিদ হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, তোলারাম কলেজের শিক্ষার্থী নিরব রায়হান এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গাফারি।