দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩৯

দুই বাসের প্রতিযোগিতায় একটি বাসের চাপায় নারীর মৃত্যু হয়েছে।

রাজধানীর মধ্যবাড্ডায় বাসের ধাক্কায় তাসনিম জাহানের (২৪) মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার একটি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেনছবি সংগৃহীত

রাজধানীর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় তাসনিম জাহান (আইরিন) নামে ২৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। তিনি বাড্ডায় নেক্সট বেঞ্চার নামে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন এবং সম্প্রতি সিলেট শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে এই চাকরিতে যোগ দেন।

এ ঘটনায় তাসনিমের বড় বোন নুসরাত জাহান (২৮) আহত হয়েছেন, তিনিও একই প্রতিষ্ঠানে কর্মরত।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা জানান, আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে দুই বোন মধ্য বাড্ডায় প্রগতি সরণি পার হচ্ছিলেন। এ সময় আকাশ পরিবহনের দুটি বাস একটির সঙ্গে আরেকটি প্রতিযোগিতা করছিল। একটি বাসের ধাক্কায় তাসনিম ঘটনাস্থলেই মারা যান, এবং নুসরাতকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুটি বাস জব্দ করা হয়েছে এবং একটি বাসের চালককে আটক করা হয়েছে, তবে এসআই ফাতেমা চালকের নাম পরিচয় জানাতে পারেননি। তাসনিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয় এবং ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাসনিম বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী গ্রামের এসএম সাইফুল আলমের মেয়ে এবং মিরপুরের পল্লবীর পলাশনগরে পরিবারের সঙ্গে বাস করতেন।

নিহত তাসনিমের বাবা সাইফুল আলম বলেন, “আমার তিন মেয়ে ও এক ছেলে। এর মধ্যে দুই মেয়ে বাড্ডায় চাকরি করছিল। তারা সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছিল। পরে শুনি, তারা দুজনেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট