রাজধানীর প্রবেশমুখগুলোতে জ্যামের অবস্থা মারাত্মক। শহরের বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থেকে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুদিনের জন্য এই জ্যাম থেকে স্বস্তি মিলেছিল, কারণ সে সময় শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছিল। বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন এর সাথে একমত। সম্প্রতি তিনি এক ফেসবুক পোস্টে জানান, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ কার্যক্রম দেখতে দেখতে তিনি অবাক হয়েছেন।
তিনি উল্লেখ করেন, আমাদের শহরে অনিয়মের দাপট সত্ত্বেও সেদিন মানুষ কিভাবে নিয়ম মেনে চলতে পারছিল। শহরের রাস্তায় যানবাহন এবং মানুষের চলাচল নিয়ে সবারই জানা। কিন্তু নিয়ম মানতে কারোরই আগ্রহ নেই। দীর্ঘ সময় ধরে এই অনিয়ম স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আফজাল হোসেন বলেন, “এই শহরে যে যত বেয়াড়া, সে তত স্মার্ট।”
আসলে, রাস্তায় চলাচলের যে সকল নিয়ম রয়েছে, সেগুলো কেউ মানতে পছন্দ করে না। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, আসলে সবকিছুই সম্ভব। তার মনে পড়ে গেল, “বাঙালি শক্তের ভক্ত, নরমের যম।” কিন্তু এখন আবার পুরনো জ্যামের চিত্র ফিরেছে। রাজধানীর বেশ কিছু পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা একেবারেই অগোছালো। এই পরিস্থিতি তুলে ধরে আফজাল হোসেন বলেন, “পথচলা স্বাধীন করে দেওয়া হয়েছিল। এখন শহর ও মানুষ আবার নিজেদের মতো চলাফেরা শুরু করেছে, সবাই নিজেদের ইচ্ছামতো চলছে এবং বলছে নিজেদের মতো।”