দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫০

ডেঙ্গুতে প্লাটিলেট কেন কমে যায়?

ডেঙ্গুর সংক্রমণ শুধু বেড়েই চলেছে তা নয়, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসংক্রান্ত জটিলতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণত ডেঙ্গু অন্যান্য ভাইরাস জ্বরের মতো আচরণ করে, তবে এটির বিশেষত্ব হলো, জ্বর কমার পরও জটিলতা দেখা দিতে পারে। প্রথম দুই-তিন দিন তীব্র জ্বর, শরীরব্যথা এবং অরুচি থাকলেও, জ্বরের তৃতীয় বা চতুর্থ দিন সংকট শুরু হতে পারে। এই সময়ে প্লাজমা লিকেজের ফলে রক্তচাপ কমতে থাকে এবং প্লাটিলেট বা অণুচক্রিকা কমে যেতে পারে।

 

**প্লাটিলেট কেন কমে?**

প্লাটিলেট রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়। অন্যান্য ভাইরাস জ্বরেও প্লাটিলেট কমে, তবে ডেঙ্গুতে এটি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর কারণ হলো, একদিকে ডেঙ্গু ভাইরাসের প্রভাবে হাড়ের মজ্জায় প্লাটিলেট উৎপাদন কমে, আর অন্যদিকে ভাইরাসের সংক্রমণের ফলে রক্তে বিষাক্ত পদার্থ তৈরি হয় যা প্লাটিলেট ধ্বংসের হার বাড়ায়। ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় সব ক্ষেত্রেই প্লাটিলেটের মাত্রা কমে।

 

**প্লাটিলেট কমা কি বিপজ্জনক?**

ডেঙ্গু রোগীদের সংকটাপন্ন অবস্থার মূল কারণ সাধারণত প্লাজমা লিকেজ, রক্তচাপ কমে যাওয়া, বা শরীরের অন্যান্য অঙ্গের কার্যক্রম বিঘ্নিত হওয়া। যদিও প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় রোগীর স্বজনরা বেশি দুশ্চিন্তা করেন, তবে প্লাটিলেট কমে যাওয়া ডেঙ্গু জ্বরের প্রধান জটিলতা নয়। ডেঙ্গুর জটিলতা মূলত প্লাজমা লিকেজের মাধ্যমে রক্তনালি থেকে রক্তের তরল অংশ বেরিয়ে আসার কারণে ঘটে।

 

**প্লাটিলেট কমে গেলে কী করবেন?**

যদি প্লাটিলেটের সংখ্যা এক থেকে দেড় লাখের মধ্যে থাকে এবং অন্যান্য কোনো জটিলতা না থাকে, তবে চিন্তার বিশেষ কারণ নেই। তবে এক লাখের নিচে নেমে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ প্লাটিলেট কমার সঙ্গে সঙ্গে প্লাজমা লিকেজ বা শকের মতো জটিলতা দেখা দিতে পারে, যা বিপজ্জনক হতে পারে। প্লাটিলেট বাড়ানোর জন্য কোনো টোটকা না ব্যবহার করে চিকিৎসকের নির্দেশনা মেনে চলাই উত্তম। এছাড়া, রোগীর রক্তচাপ ঠিক রাখতে খাওয়ার স্যালাইন বা প্রয়োজনে শিরাপথে স্যালাইন দেওয়া অনেক সময় জটিলতা এড়াতে সহায়ক হতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট