দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:১৮

নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রায় প্রদান এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে নারায়ণগঞ্জে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাতে নুরুল ইসলাম মোল্লা নামে একজন ব্যক্তি বন্দর থানায় মামলাটি করেন। এর ফলে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলা দায়ের হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, খায়রুল হক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে রায় প্রদান করেছেন, যা রাষ্ট্রদ্রোহের সমতুল্য। মামলার বাদী নুরুল ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুর এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা মামলাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার বাদী সাধারণ নাগরিক হিসেবে এই মামলা দায়ের করেছেন।

এর আগে, গত রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া বাদী হয়ে একই ধরনের অভিযোগে এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট