দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৪০

তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কাইস সাইদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদছবি: রয়টার্স

উত্তর আফ্রিকার তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। তবে এবারের নির্বাচনে ভোট পড়ার হার ছিল দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম।

নির্বাচনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ, ইনডিপেনডেন্ট হাই অথরিটি ফর ইলেকশনস (আইএসআইই), গত সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এতে বলা হয়, রোববারের নির্বাচনে কাইস সাইদ ৯০.৭ শতাংশ ভোট পেয়েছেন, অথচ ভোট পড়ার হার মাত্র ২৭.৭ শতাংশ ছিল।

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন কারাবন্দী নেতা আয়াচি জামেল, যিনি ৭.৪ শতাংশ ভোট অর্জন করেছেন। তাকে গত মাসে ব্যালটে স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এবারের নির্বাচনে কাইস সাইদ ও জামেল ছাড়া আরও একটি প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য জওহেইর মাগাজাউই। নির্বাচনের আগে আইএসআইই কাইস সাইদের প্রতিদ্বন্দ্বী ১২ জনের বেশি প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে।

কাইস সাইদ ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতায় আসেন এবং ২০২১ সালে একচেটিয়াভাবে দেশের সার্বিক ক্ষমতা দখল করেন। এরপর থেকে তিনি ডিক্রি দিয়ে দেশ পরিচালনা করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ