দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৫

সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য দিদার ও মামুনের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুন ও দিদারুল আলমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাতে মামলাটি দায়ের করেন ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মেহেদী হাসান, যিনি বিএনপি নেতা ইসহাক কাদের চৌধুরীর গাড়ি চালক।

মামলায় সাবেক দুই সংসদ সদস্য ছাড়াও দুইজন পৌর কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে আবদুল হান্নান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর এলাকায়।

মামলায় অভিযোগ আনা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী ও তাঁর ভাই ইসহাক কাদের চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাট এবং বিস্ফোরণের বিষয়ে। এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় আসামিরা ইসহাক কাদের চৌধুরীর বাড়ি ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

এর আগে, শনিবার রাতে উপজেলা বিএনপির সদস্য মো. অহিদুল ইসলাম ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮০ জনসহ মোট ১৩৩ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় এস এম আল মামুন ও দিদারুল আলমও আসামি।

দিদারুল আলম ২০১৩ ও ২০১৮ সালে পরপর দুইবার সীতাকুণ্ডের সংসদ সদস্য নির্বাচিত হন, আর এস এম আল মামুন সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচিত হন।

মামলার আসামি বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন প্রথম আলোকে জানান, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে আসামি করা হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মামলাটি নথিবদ্ধ হওয়ার পর তদন্ত শুরু হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট