ঢাকা শহরে একই সঙ্গে তিন শ্রেণির মানুষ বাস করে। এই তিন শ্রেণির জীবনের বাস্তবতা ভিন্ন হলেও একটি দুর্ঘটনা তাদের মুখোমুখি করে। আলোক হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে ১০ অক্টোবর, দীপ্ত প্ল্যাটফর্মে। এতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মণ্ডল এবং মৌসুমী মৌ।
রাতে ফাঁকা রাস্তায় টিনা তার দামি গাড়ি নিয়ে তীব্র গতিতে এগিয়ে চলছে, কিন্তু মাঝে মাঝে তার দৃষ্টি ঘোলাটে হয়ে যাচ্ছে। তিন বছর আগে আজকের এই বিশেষ দিনে টিনা ও জনির জীবনে একটি ঘটনা ঘটেছিল। সে থেকে তারা প্রতি বছর এই দিনে একসঙ্গে এক জায়গায় যাওয়ার কথা ঠিক করেছিল। তবে জনি, যিনি একটি বিদেশি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সিইও, তার ব্যস্ততার কারণে আজকের দিনটি ভুলে গেছে। বাড়িতে ফিরে টিনা ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়।
অন্যদিকে, মধ্যবিত্ত দম্পতি আসাদ ও মলি শপিং করার পর একটি রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করেছে, কিন্তু তাদের সঞ্চয়পত্রের বাজেট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চম্পা, যিনি সকালে রেস্টুরেন্টের আশেপাশে ফুল বিক্রি করছে, তার জামাই মালেক রিকশা চালায়। প্রতিদিন মালেক তার জন্য একটি মালা নিয়ে আসে। চম্পা মালেককে দেখতে পায়, সে এগিয়ে আসছে। মালেক হাসতে হাসতে জানায় যে সে গ্যারেজ করতে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ টিনার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এভাবেই গড়ে উঠেছে এ ওয়েব ফিল্মের গল্প।