দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৭

পরিবেশ দূষণের বিরুদ্ধে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তুরাগ নদী দখল, ইউনিভার্সিটির সংলগ্ন এলাকায় ধুলাবালির প্রভাব ও অপরিকল্পিত বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী মানববন্ধন করেছে। গতকাল সোমবার ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।

 

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের পাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এর ফলে পড়ালেখার বিঘ্ন ঘটছে এবং শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

স্থানীয় হোটেল ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, বালু উত্তোলনের কারণে তাদের ব্যবসায়ও প্রভাব পড়ছে। তারা বলেন, “এদের কারণে আমরা ঠিকমতো খাবার বিক্রি করতে পারি না, প্রচুর ধুলাবালি খাবারে এসে পড়ে।” এছাড়া, বালু উত্তোলনের সময় রাস্তার উপর একাধিক ট্রাক দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট