দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫২

স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য বিদেশি চিকিৎসক আনার প্রক্রিয়া চলমান রয়েছে

জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশেষ করে যারা চোখে গুরুতর আঘাত পেয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে কিংবা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য চীন, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম আনার কাজ চলছে।

 

নুরজাহান বেগম জানান, ইতিমধ্যে চীনের অ্যাডভান্স মেডিকেল টিম বাংলাদেশে এসে হাসপাতালগুলো পরিদর্শন করেছেন এবং তাঁরা চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন দেশ ও বহুজাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। ফ্রান্স থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন, এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ১৫ দিনের মধ্যে অর্থোপেডিক ডাক্তার পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তিনি আরও জানান, নেপাল থেকে আগত তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে মোট ১৯২ জন চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন এবং চারজনের জটিল অপারেশন সম্পন্ন হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট