দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৪

তারা ঐ জিনিসটির সাথে বিয়ে করেছেন না বরং মানুষের বিয়ে করেছেন।

ভালোবাসার কোনো বাঁধা নিয়ম নেই, নেই কোনো সীমানা। এই তত্ত্বে বিশ্বাসী অনেকেই জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন নানা ধরনের বস্তু। আইফেল টাওয়ার থেকে শুরু করে ট্রেন বা দেয়াল—সবকিছুই রয়েছে সেই তালিকায়। এ ধরনের মানুষরা আর দশজনের চেয়ে ভিন্নভাবে চিন্তা করেন, তাই তাঁদের কখনও কখনও ‘পাগল’ বলা হয়েছে। তবে তাতে পাত্তা না দিয়ে তাঁরা বস্তুকে বিয়ে করে নিজেদের আনন্দেই আছেন।

 

এরিকা আইফেল নামের এক নারী, যিনি আইফেল টাওয়ারকে বিয়ে করেছেন। আগে তাঁর নাম ছিল এরিকা ল্যাব্রি। তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে আইফেল টাওয়ারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখেছেন। শৈশব থেকেই জড় বস্তুর প্রতি ভালোবাসা অনুভব করতেন, যা তাঁকে উপহাসের শিকার করেছে। তবে প্রথমবার বিষয়টি বুঝতে পারেন, যখন বাড়ির কাছে একটি সেতুর প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে বার্লিন প্রাচীরের সঙ্গে ২০ বছরের সম্পর্ক গড়ে তোলেন, যা ‘এরিকাস ওয়াল’ নামে একটি মিউজিক্যাল থিয়েটারের জন্য তাঁকে অনুপ্রাণিত করে। ২০০৭ সালে তিনি আইফেল টাওয়ারকে বিয়ে করেন এবং পদবি বদলে ‘আইফেল’ রাখেন।

 

এরিকা শুধু বৈবাহিক জীবনে নয়, পেশাগত জীবনেও সাফল্যের নজির রেখেছেন। তীরন্দাজিতে দুবার বিশ্ব চ্যাম্পিয়ন এবং জাপানি তলোয়ার কৌশলে (তামিশিগিরি) বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। মার্কিন বিমানবাহিনীতে যোগ দেওয়ার পর বর্তমানে তিনি প্রতিযোগিতামূলক লংবোর্ডার এবং ক্রেন অপারেটর হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন।

 

এদিকে, সুইডেনের রিটা একলফ বার্লিন প্রাচীরকে বিয়ে করেছিলেন। ১৯৭৯ সালে ১৮ বছর বয়সে বার্লিন প্রাচীরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রাচীর ভেঙে ফেলা হলে তিনি নিজেকে বিধবা ঘোষণা করেন এবং প্রতি বছর স্বামীর জন্মদিন পালন করতেন। ২০১৫ সালে এক অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু ঘটে।

 

যুক্তরাষ্ট্রের অ্যারন চেরভেনাক নিজের আইফোনকে বিয়ে করেছেন লাস ভেগাসের একটি চ্যাপেলে। তিনি ব্যাখ্যা করেন, ফোনের সঙ্গে মানুষের সম্পর্ক এতটাই গভীর যে আমরা আবেগীয়ভাবে যুক্ত হয়ে পড়ি। ফোন আমাদের সবসময় সঙ্গ দেয়, ঘুমাতে যাওয়ার সময় থেকে ঘুম ভাঙার মুহূর্ত পর্যন্ত। অ্যারন ফোনকে আংটি পরিয়ে দিয়েছিলেন একটি রিং কেসের মাধ্যমে।

 

এছাড়াও, ব্রিটিশ পাসকেল সেলিক তাঁর প্রিয় লেপকে, মার্কিন অ্যামি উলফ রোলার কোস্টারকে, ব্রাজিলের মিরিভোনে রোচা মোরাইস একটি পুতুলকে, এবং পেরুর রিচার্ড টোরস গাছকে বিয়ে করেছেন। ক্যালিফোর্নিয়ার ক্যারল স্যান্টা একটি ট্রেন স্টেশনকেও জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট