### বৃষ্টির কারণে ডেঙ্গু মৌসুম দীর্ঘায়িত
বৃষ্টির কারণে ডেঙ্গু মৌসুম এ বছর দীর্ঘায়িত হচ্ছে। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে, তবে এবারের আবহাওয়া ভিন্ন। বৃষ্টিপাত অব্যাহত থাকায়, এই বছরে ডেঙ্গুর সর্বোচ্চ পর্যায় এখনো আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এবছর ৩৩ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ২০০ জন মারা গেছেন। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে। এ সময় ডেঙ্গুর পাশাপাশি ফ্লু, নিউমোনিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড ও অন্যান্য সংক্রমণের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তবে হাসপাতাল বা চিকিৎসকের কাছে আসা প্রতিটি রোগী ডেঙ্গু আক্রান্ত নয়। কিন্তু মনে রাখতে হবে, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলমান এবং শনাক্তের হার এখনো কমেনি। তাই এই সময় জ্বর হলে ডেঙ্গুর সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। যদিও চিকিৎসকরা উপসর্গ দেখে কিছুটা আন্দাজ করতে পারেন, তবে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গুর আশঙ্কা থেকে যায়।
### পরীক্ষার প্রয়োজনীয়তা
আমাদের দেশে, যেখানে ডেঙ্গু সাধারণ সমস্যা, সেখানে মৌসুমে জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানো উচিত। সাম্প্রতিককালে ডেঙ্গু ভাইরাসের ধরন পাল্টাতে থাকায়, ক্ল্যাসিক্যাল উপসর্গ অনেক সময় অনুপস্থিত থাকে। যেমন, আগে উচ্চমাত্রার জ্বর হওয়া সাধারণ ছিল, বর্তমানে জ্বর তীব্র নাও হতে পারে। পাশাপাশি, তীব্র মাথাব্যথা, চোখব্যথা ও পেশিব্যথাও অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। আগে জ্বরের তৃতীয় বা চতুর্থ দিনে জটিলতা দেখা দিত, এখন দেখা যাচ্ছে অনেকের শুরুতেই জটিলতা হচ্ছে। ফলে চিকিৎসকরা উপসর্গের ভিত্তিতে ডেঙ্গু শনাক্ত করতে পারছেন না। অনেক রোগী জটিলতা নিয়ে দেরিতে আসছেন, তাই জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানো বাঞ্ছনীয়।
### কখন কী পরীক্ষা করাবেন
ডেঙ্গু শনাক্ত করতে হলে জ্বরের প্রথম বা দ্বিতীয় দিনেই ডেঙ্গু এনএসওয়ান পরীক্ষা করানো উচিত। তবে মনে রাখবেন, এই টেস্ট নেগেটিভ হলেও ডেঙ্গু হতে পারে। তাই, কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC) করানো উচিত। পরবর্তী সময়ে হিমাটোক্রিট বা প্লাটিলেটের পরিবর্তন দেখা দিলে প্রথম সিবিসির সঙ্গে তুলনা করতে হবে। জ্বরের ৪ বা ৫ দিন অতিবাহিত হলে এনএসওয়ান অ্যান্টিজেন পরীক্ষা করানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে ডেঙ্গু আইজিজি ও আইজিএম পরীক্ষা করতে হবে। সাম্প্রতিক সংক্রমণে ৯-১০ দিন পর্যন্ত আইজিএম পজিটিভ থাকে। প্রয়োজনে চিকিৎসক যকৃতের এসজিপিটি পরীক্ষা বা পেটের আলট্রাসনোগ্রামও করাতে বলতে পারেন।
### ডেঙ্গু পজিটিভ হলে কী করবেন
যদি ডেঙ্গু পরীক্ষার ফল পজিটিভ আসে, তাহলে আতঙ্কিত না হয়ে প্রথমে একজন চিকিৎসকের পরামর্শ নিন। বাড়িতে বিশ্রাম নিন এবং প্রচুর তরল ও পানি পান করুন। পরিবারের অন্যান্য সদস্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখুন।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ