দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২১

যে কারণে প্রাপ্তবয়স্কদের মধ্যে জ্যালিক্যাট খেলনার জনপ্রিয়তা তুঙ্গে।

জেলিক্যাট নামে একটি ব্রিটিশ কোম্পানি গত ২৫ বছর ধরে খেলনা তৈরি করে আসছে, যা টেডি বিয়ার, ডিম, বার্গারসহ নানা আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে একটি নতুন খেলনার জগৎ সৃষ্টি করেছে। কিন্তু এই খেলনাগুলো কীভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো? কয়েকজন ভক্ত তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তাদের এই খেলনার প্রতি ভালোবাসা ও আকর্ষণের কথা জানিয়েছেন।

 

**ক্লো ডে’র গল্প:**

২৫ বছর বয়সী ক্লো ডে সোশ্যাল মিডিয়ায় একটি হাসিমুখী প্লাশ ডিম দেখে প্রথম জেলিক্যাটের প্রতি আগ্রহী হন। তিনি বলেন, “আমি বারবার এই ডিমটি দেখতে পাচ্ছিলাম।” শেষ পর্যন্ত তিনি সেটি কিনে ফেলেন। ২০২৩ সালের জুনে প্রথম জেলিক্যাট কেনার পর থেকে তার সংগ্রহে বর্তমানে অন্তত ২৫২টি খেলনা রয়েছে। সম্প্রতি তিনি এবং তার প্রেমিক একটি নতুন বাড়ি কিনেছেন, যেখানে জেলিক্যাটগুলোর জন্য একটি সম্পূর্ণ কক্ষ বরাদ্দ করা হবে।

 

**অ্যান্ড্রু এলিয়টের অভিজ্ঞতা:**

২৫ বছর বয়সী অ্যান্ড্রু এলিয়ট জানান, “আমি এগুলো কিনতেই চাই।” তিনি বলেন, “দোকানের জানালায় যদি জেলিক্যাট দেখি, তাহলে সেটি না কিনে বের হওয়া খুব কঠিন।” তার সংগ্রহে বর্তমানে ৪৩টি জেলিক্যাট রয়েছে। অ্যান্ড্রু জানান, তার প্রথম জেলিক্যাট ছিল একটি গাধা, যা তার বান্ধবী উপহার হিসেবে দিয়েছিলেন। তিনি জেলিক্যাটকে ঘরের নানা জিনিসপত্রের আদলে তৈরি করতেও ব্যবহার করেন, যা তাকে আনন্দ দেয়।

 

**নেল রিচার্ডসের সংগ্রহ:**

ডরসেটের ৪০ বছর বয়সী নেল রিচার্ডস বলেন, তিনি জেলিক্যাট সংগ্রহ শুরু করেন মানসিক শান্তির জন্য। তার প্রথম জেলিক্যাট ছিল বারখোলোমিউ বিয়ার, যা সবসময় তার বিছানায় থাকে। বর্তমানে তার সংগ্রহে অন্তত ২৩টি জেলিক্যাট রয়েছে। নেল বলেন, “যখন আমি উদ্বিগ্ন হই, তখন বিছানায় বসে জেলিক্যাটগুলোকে স্পর্শ করি। এটি আমাকে শান্ত হতে সহায়তা করে।”

 

**বড়দের মাঝে জনপ্রিয়তা:**

জেলিক্যাট শুধু ছোটদের কাছে নয়, বরং বড়দের কাছেও জনপ্রিয়। সাইকোথেরাপিস্ট সুজি মাস্টারসন বলেন, “জেলিক্যাটের খেলনাগুলো আমাদের শৈশবের নিরাপদ ও আনন্দময় স্মৃতি ফিরিয়ে আনে।”

 

**টিকটকে জেলিক্যাটের সম্রাজ্য:**

টিকটকে #জেলিক্যাট হ্যাসট্যাগের মাধ্যমে লাখ লাখ পোস্ট রয়েছে, যা প্রমাণ করে এই খেলনা বড়দের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ক্লো ডে জানান, “টিকটকে বিভিন্ন বয়সের মানুষকে জেলিক্যাট দিয়ে কনটেন্ট তৈরি করতে দেখছি।” অ্যান্ড্রু এলিয়ট বলেন, “এগুলো এমন এক জিনিস যা আপনাকে আনন্দ দেয়।”

 

এভাবে জেলিক্যাট খেলনা প্রাপ্তবয়স্কদের কাছে বিশেষ একটি স্থান করে নিয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট