নায়করাজ রাজ্জাকের পর তার ছেলে বাপ্পারাজও বাংলা সিনেমায় সফলতা অর্জন করেছেন। আশির দশক ও নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন তিনি। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বাপ্পারাজের। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। যদিও বর্তমানে তিনি ক্যামেরার সামনে খুব কমই দেখা দেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে নিজের মতামত প্রকাশ করেন।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, “কতোদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না।” এই প্রসঙ্গে বাপ্পারাজ আরও বলেন, “আমাদের ইন্ডাস্ট্রি থেকে ভালো মানুষগুলো সরে গেছে, এখন বাজে লোকের সংখ্যা বেশি। তারা সিনেমা বানাতে চায় না, শুধু পলিটিক্স আর দলাদলি করে। সরকারের চামচামি করাই তাদের মূল লক্ষ্য। একসময় আমাদের চলচ্চিত্র শিল্পী সম